Skip to content

বাংলাদেশের কট্টরপন্থীরা দেশের শীর্ষ দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়!

1 min read

ঢাকা, জাকির হোসেন:১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে দেশের শীর্ষ দুই গণমাধ্যম প্রথম আলো ও ‘দ্য ডেইলি স্টার’ চারতলা ভাবনটি হামলাকারীরা আগুন ধরিয়ে দেয়। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ।

এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ফের ভাঙচুর চালানো হয়েছে।বৃহস্পতিবার রাত ১২টার দিকে কারওয়ান বাজারে হামলা শুরু হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও প্রথম আলোর চারতলা ভবনটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে একদল হামলাকারী প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

এ সময় ভেতরে আটকা পড়া সংবাদকর্মীদের ফায়ার সার্ভিস ক্রেনের সাহায্যে উদ্ধার করে। আগুন নেভানোর পর দেখা যায়, প্রথম আলোর চারতলা ভবনটি প্রায় পুরোটাই পুড়ে গেছে। ডেইলি স্টার অফিসের নিচতলা ও দোতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা অফিসের ভেতরে লুটতরাজ চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

Latest