Skip to content

বাংলাদেশে কেন্দ্রের ভোটের আগে গণভোটের দাবিতে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি জামায়াত-জোটের!

1 min read

ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সঙ্গে থাকা সাতটি দল রবিবার (১৬ নভেম্বর) ঘোষণা করল—সরকার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) অর্ডিন্যান্স পুরোপুরি বাস্তবায়ন না করা পর্যন্ত এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন না করা পর্যন্ত তারা দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাবে।ঢাকায় এক যৌথ সাংবাদিক বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আটদলীয় সমন্বয় কমিটি খুব শিগগিরই ফের বসে পরবর্তী ধাপের আন্দোলন ঠিক করবে। তবে আগের হুঁশিয়ারি সত্ত্বেও তারা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি আপাতত ঘোষণা করেনি।পরওয়ারের কথায়, “সরকার কেবল আংশিক দাবি মেনেছে বলেই আন্দোলন চলবে।” তিনি আরও বলেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন আটটি দলই রাস্তায় থাকবে, এবং “ফ্যাসিবাদী আওয়ামী লীগকে অশান্তি তৈরির সুযোগ দেওয়া হবে না।”এর আগে সকালে জামায়াত প্রধান শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়—আসন্ন গণভোটে তারা ‘হ্যাঁ ভোট’ দেবে এবং জনগণকেও একই আহ্বান জানাবে।তবে পরওয়ার অভিযোগ করেন—একই সঙ্গে গণভোট ও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় “জনগণের মধ্যে বিভ্রান্তি ও সংকট” তৈরি হয়েছে। তিনি সাম্প্রতিক ডিসি, ইউএনও ও পুলিশের ওসিদের বদলি নিয়েও প্রশ্ন তোলেন—“গোপন বোঝাপড়ার মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে খুশি করতে” এই বদলি করা হয়েছে, যা সমান ক্ষেত্র নষ্ট করছে। আটদলীয় জোটের আহ্বান—প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যেন নিরপেক্ষতা বজায় রাখেন।১৪ নভেম্বর দেশজুড়ে জোটের বিক্ষোভ মিছিল হয়েছিল। রবিবারের ঘোষণায় স্পষ্ট—আগামী দিনেও তাদের আন্দোলন অব্যাহত থাকছে।

Latest