পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : অবশেষে রবিবার রাতে নিজেদের বাসস্থানের উদ্দেশ্যে রওনা দিলেন বাংলাদেশী পুর্ণার্থীরা। প্রতি বছরই এই একটি দিনের জন্য প্রায় ৩ দিন ধরে ট্রেন যাত্রা করে মেদিনীপুরে আসেন হাজার হাজার বাংলাদেশী পুর্ণার্থী। তাদের বিশ্বাস এই মেদিনীপুরের মাওলা পাকের মাটিতে পা রাখলে তাদের সমস্ত মন স্কামনা পূর্ন হবে। আর এই বিশ্বাসকে ভক্তি সহকারে ১২৩ বছর ধরে পালন করে আসছেন কয়েক হাজার হাজার বাংলাদেশী গত ১৬ ফেব্রুয়ারী ২০২৪ সকাল ৫.২০ মিনিট নাগাদ তারা মেদিনীপুরে স্টেশনে এসে পৌঁছেছিল, এবং ১৮ ফেব্রুয়ারী রাত্রী ১১.১৫ মিনিট নাগাদ মেদিনীপুর ষ্টেশন থেকে বাংলাদেশের রাজবাড়ী উদ্দেশ্যে রওনা দিল বিশেষ ট্রেন। পুর্ণার্থীদের প্রবেশ করা থেকে বিদায় কাল পর্যন্ত যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সচেষ্ট ছিল জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে পৌর প্রশাসন।মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, তীর্থযাত্রীদেরকে বিরিয়ানি তুলে দিলেন । ভারত বাংলাদেশের মানুষ একে অপরকে সৌভাতৃত্বের আলিঙ্গন করে নজির গড়লেন দুই দেশবাসীদের কাছে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা,মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খাঁন, শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সভাপতি মোজাম্মেল হোসেন, বিশ্বনাথ পান্ডব, মৌ রায় সহ অন্যান্য কাউন্সিলারা।