ঢাকা, জাকির হোসেন: ভারত সফর থেকে ফেরা পরে সাংবাদিকদের দিকেই আঙুল তুললেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। অভিযোগ, নয়াদিল্লিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করলেও, সেখানে উপস্থিত বাংলাদেশের সাংবাদিকরা নীরব থেকেছেন—কেউ প্রশ্ন তোলেননি।মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন তৌহিদ। বলেন, “আমাদের সাংবাদিকরা ভারত গিয়েছিলেন। ভারতের বিদেশ সচিব যখন বলেছিলেন, তাঁরা বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন চান—তখন তিনি আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন। কিন্তু কেউ সেটি করেননি।”তিনি আরও স্পষ্ট করে বলেন, “প্রশ্নটা হতে পারত—এই কথা তিনি গত ১৫ বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলো কি তাহলে এই মানদণ্ডে হয়েছিল? সুযোগ থাকা সত্ত্বেও কেউ সেই প্রশ্ন করেননি। আমি অবাক হয়েছি, কারণ সেখানে অনেক সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিক উপস্থিত ছিলেন।”একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গেও মুখ খোলেন বিদেশ উপদেষ্টা। তাঁর বক্তব্য, “আমরা আদালতের নির্দেশে আইনগত প্রক্রিয়াতেই ফেরতের আবেদন জানিয়েছি। ভারত এখনও কোনো জবাব দেয়নি। তারা নিজেদের মতো করে বিষয়টি বিবেচনা করছে।”রাষ্ট্রসংঘের নতুন আবাসিক প্রতিনিধির অনুমোদন প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তৌহিদ বলেন, “যিনি সমস্যা তৈরি করবেন, তাঁকে আমরা চাই না। নতুন কাউকে চাই কি না, তা এখনই বলব না।”তৌহিদের এই মন্তব্যে ঢাকার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে—বাংলাদেশ কি আন্তর্জাতিক কূটনীতিতে যেমন আত্মবিশ্বাসী, তেমনই কি এখন সাংবাদিক সমাজকেও ‘কূটনৈতিক বার্তা’ দিতে শুরু করেছে?