নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামের। সোমবার রাত ন’টা নাগাদ বাঁকুড়ার স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পিছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের বুথ কনভেনার সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। গত প্রায় এক বছর ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল চকাই গ্রাম। গত ২ মার্চ ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিও চলে।

সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন। সেই ঘটনার ৬ মাস যেতে না যেতে এবার গুলিতে খুন হলেন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ চলতি বছরের মার্চ মাসে তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখকে গুলি করার অভিযোগে সেকেন্দার খানকে পুলিশ গ্রেফতার করেছিল পরে সে জামিনে ছাড়া পায় ।