Skip to content

আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক!

নিজস্ব সংবাদদাতা : দুয়ারে সরকারের পরে এবার 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। মুখ্যমন্ত্রীর কথায়, "অনেক সময় দেখা যায়, একটা জলের কল বসানো বা একটি বৈদ্যুতিক খুঁটি বসানো দরকার - এরকম ছোট ছোট সমস্যা থেকে যায় । এই প্রকল্প সেই সমস্যাগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে ।"

আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি ভারতবর্ষের অন্য কোথাও হয়নি। বাঁকুড়া চায়না জুনিয়র হাই স্কুল বুথ নম্বর ২৬০ অন্তর্গত আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শনে জেলাশাসক শেখ সিয়াদ এন,ডিএম নকুল চন্দ্র মাহাতো সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। সংস্থার পক্ষ থেকে, সমস্ত গ্রামের মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। স্থানীয়দের কাছে এলাকার সমস্যার কথা জানতে চান।

Latest