Skip to content

বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে চড়ক থেকে পড়ে গুরুতর জখম হলেন এক ভক্ত!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দায় সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে। গোটা এলাকা আলোর মালায় সাজানো হয়েছিল। বাজনার তালে তালে নাচছিলেন ভক্তরা। তখনই আচমকা চড়কের উপর থেকে মাটিতে পড়ে যান ডালিম। তাঁকে প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরানো রীতি নিতি মেনে সোনামুখীর নিত্যানন্দপুরে চড়ক উৎসবের আয়োজন করা হয়। চড়ক শুরুর আগে চড়কটি ঠিকঠাক রয়েছে কি না তা দেখতে চড়কের উপরে ওঠেন ডালিম দাস নামের ওই ভক্ত। তখন হঠাৎ করেই হাত ফস্কে চড়কের উপর থেকে নিচে পড়ে যান তিনি। চড়ক থেকে ভক্তর নিচে পড়ার সেই ভিডিয়ো ক্যামেরা বন্দি করেন এক দর্শনার্থী। পুলিশ জানিয়েছে, আহত ডালিমের বাড়ি উত্তর নিত্যানন্দপুরের রাজাপাড়া এলাকায়। তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা আপাতত নিয়ন্ত্রণে।

Latest