Skip to content

সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির মানবিক উদ্যোগ চালু হল ২৪ ঘন্টার বিনামূল্যে অক্সিজেন পরিষেবা!

নিজস্ব সংবাদদাতা : শীতের শুরুতেই শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত মানুষদের জন্য এক বিশেষ স্বস্তির বার্তা নিয়ে এল সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি। প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর ৮০তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ১৯ নভেম্বর, বুধবার কমিটির পক্ষ থেকে বারাসতে চালু হল সম্পূর্ণ বিনামূল্যের ২৪ ঘন্টার অক্সিজেন পরিষেবা।উদ্যোগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাসত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কণিকা রায় চৌধুরী।

উদ্বোধনের পর তিনি কমিটির অক্সিজেন পরিষেবা কেন্দ্র থেকে বেশ কয়েকজন অসহায় বয়স্ক মানুষের হাতে শীতবস্ত্র, ফল ও মিষ্টি তুলে দেন।কাউন্সিলর কণিকা দেবী জানান, সারা বছর ৩৬৫ দিনই অসহায় ও দুঃস্থ মানুষদের ঘরে পৌঁছে দেওয়া হবে এই পরিষেবা। নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করলেই অক্সিজেন কনসেনট্রেটরের সঙ্গে পৌঁছে যাবে নতুন অক্সিজেন মাস্কও—সম্পূর্ণ বিনামূল্যে। তাঁর কথায়, “মানবিকতার এমন দৃষ্টান্ত আজকের দিনে সত্যিই বিরল।

সমাজরক্ষায় এই উদ্যোগ নিঃসন্দেহে নজির তৈরি করবে।”শুধু অক্সিজেন পরিষেবাই নয়, একইদিনে হৃদয়পুর নবসোপানে শতাধিক দুঃস্থ শিশুকে বসে খাওয়ানোর আয়োজন করে কমিটি। পাশাপাশি বহু বয়স্ক, অসহায় মানুষের হাতেও তুলে দেওয়া হয় শীতের কম্বল।মানবসেবার প্রতি অগাধ নিষ্ঠা নিয়েই প্রয়াত আইনজীবীর ৮০তম জন্মদিনে এমন বহুমুখী উদ্যোগে রাস্তায়-ঘাটে প্রশংসার ঢেউ উঠেছে বারাসতজুড়ে।

Latest