Skip to content

প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার ভোর ৬টা নাগাদ (বাংলাদেশ সময়) ঢাকার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৩ নভেম্বর থেকে ঢাকার ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। অবশেষে সেই জীবন-মৃত্যুর লড়াইয়ে হার মানলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুর পরপরই দেশের প্রায় সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও আন্তর্জাতিক মহল থেকে শোকবার্তা আসতে শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে একটি পোস্ট করে খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি লেখেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়ার অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

মোদী তাঁর পোস্টে ২০১৫ সালে ঢাকা সফরের সময় তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন। সেই বৈঠকের দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “ঢাকায় তাঁর সঙ্গে সাক্ষাতের কথা আজ মনে পড়ছে। তাঁর দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ বোঝাপড়াকে পথ দেখাবে।” বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক দীর্ঘ শোকবার্তায় খালেদা জিয়াকে দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন সংগ্রাম, প্রতিরোধ ও গণতন্ত্রের এক শক্তিশালী প্রতীক।”

Latest