পশ্চিম মেদিনীপুর জয়দেব বেরা : ভারতবর্ষের ৭৮ তম স্বাধীনতা দিবস।এই দিনটি প্রত্যেক ভারতীয়দের কাছে এক অমূল্য ও গর্বের দিন।সহস্র বিপ্লবীদের রক্তের প্রতিদানে আজ এই দিনটি আমরা পালন করতে পারছি অর্থাৎ আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে।এই ৭৮ তম স্বাধীনতা দিবস আনুষ্ঠানিক ভাবে উদযাপন হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা সংলগ্ন দেউলা বাপুজি শিক্ষাসদন (উঃ মাঃ) বিদ্যালয়ে।বিদ্যালয়ের "মুক্ত ধারা মঞ্চে" স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল।পদযাত্রা,জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা ও তার পুরস্কার বিতরণ, নাচ,গান,আবৃত্তি, বক্তৃতা সহ অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপন করা হয়েছে।এর আগের দিন ১৪ তারিখও বিদ্যালয়ে "দশম কন্যাশ্রী দিবসও" আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছিল।