নিজস্ব সংবাদদাতা : নয়া শিক্ষানীতিতে পড়ুয়াদের ইন্টার্নশিপ বাধ্যতামূলক। সেই বাধ্যতামূলক শিক্ষাতে পড়ুয়াদের বৃত্তিমূলক প্রশিক্ষণের আয়োজন করেছিল বেলদা কলেজ। দশদিনের প্রশিক্ষণ শেষে সোমবার তাদের সেই কাজের প্রদর্শনী হয়ে গেল। কলেজ এদিন সেজে উঠেছিল দশদিনের প্রশিক্ষণে শেখা পড়ুয়াদের নানান কাজে। পাশাপাশি সেই উৎপাদিত সামগ্রীর বিক্রিরও ব্যবস্থা রেখেছিল পড়ুয়ারা।

কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে, মূলত তৃতীয় সেমিস্টারের সাত শতাধিক পড়ুয়াদের নিয়ে এই প্রশিক্ষণ চলে। সময় ধরা ছিল ১২০ঘন্টা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি, স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট, কলেজের অধ্যক্ষ ডঃ চন্দ্রশেখর হাজরা, গবেষক চন্দ্রশেখর হাজরা, পরিচালন কমিটির সদস্য বিজন ষড়ঙ্গী, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তুহিন দাস,বেলদা মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল, বেলদা থানার ওসি প্রণব সেনাপতি প্রমুখ। এই প্রশিক্ষণে সহযোগিতা করেছে কলকাতাস্থিত একটি পেশাগত প্রতিষ্ঠান ডেটা-বিটস-টেকনোলজিয়া। প্রশিক্ষণের বিষয় ছিলো রূপ চর্চা, হস্ত শিল্প, কৃত্রিম মেধা, ফিজিওথেরাপি, ফুড প্রসেসিং-এ কেক ও চকোলেট এবং প্রসাধনী সামগ্রী তৈরি-সহ একাধিক বিষয়। মোট ১৬ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা ছিলো।