Skip to content

বেঙ্গল সুপার লিগে শীর্ষে ভারতীয় ফুটবলে আবারও ব্রাজিলিয়ান তারকা ব্যারেটো!

নিজস্ব সংবাদদাতা : ফিরলেন, তিনি ফিরলেন! ভারতীয় ফুটবলে আবারও ব্রাজিলিয়ান তারকা ব্যারেটো। আবারও মাঠে বল পায়ে সেই চেনা ছন্দ। ডাগ আউটে চেনা ভঙ্গি। ফুটবলার নন, কোচ হিসেবে নতুন ভূমিকায় দেখা যাবে ব্যারেটোকে।

১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বেঙ্গল সুপার লিগ ফুটবলে হাওড়া–হুগলি ওয়ারিয়র্সের কোচ হয়েছেন ব্যারেটো।জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। মঙ্গলবার মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে এফসি মেদিনীপুরকে ৫-০ গোলে হারাল হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স।

যার সুবাদে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল জোসে ব্যারেটোর টিম। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। লিগ শীর্ষে থাকা জেএইচআর রয়্যাল সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।অরবিন্দ স্টেডিয়ামে এফসি মেদিনীপুর কার্যত একতরফা ভাবে হারল। তবে বল পজিশন সমান-সমান ছিল। কিন্তু গোলমুখী শটে অনেকটাই এগিয়ে ছিল হাওড়া-হুগলি। তারা গোলে শট মেরেছে ৭টা, তার মধ্যে ৫টাই গোল। অন্যদিকে মেদিনীপুরের শট ছিল মাত্র একটি।

Latest