নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । চলছে জি বাংলার সারেগামাপা লেজেন্ডস। আর সেই মঞ্চে এবার সঞ্চালক হিসেবে নজর কাড়ছেন সকলের প্রিয় অনির্বাণ ভট্টাচার্য। তিনি এখন মহিলাদের অন্যতম ক্রাশ বলা চলে। বাঙালি এই অভিনেতার যেকোনও চরিত্রে অভিনয় যেমন নজর কাড়ে সকলের, তেমনই আবার তাঁর গানেও যে মুগ্ধ হবে সকলে, একথা অনেকেরই অজানা ছিল।শিল্পী অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে সুরে সুর মিলিয়ে মুগ্ধ করলেন দর্শককে। ইতিমধ্যেই সারেগামাপা লেজেন্ডস-এর মঞ্চের সেই গানের ক্লিপিংস ভাইরাল হয়ে গিয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি যে গানেও এমনভাবে মুগ্ধ করেছেন সকলকে তা বলার আর অপেক্ষা রাখে না।