Skip to content

ভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকরা হেনস্থার শিকার, স্বরাষ্ট্রমন্ত্রী কে চিঠি রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণপর্ষদের চেয়ারম্যানের!

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তৃণমূল সাংসদ প্রশ্ন করেন,‘‘মাতৃভাষায় কথায় বলাটাই কি বাংলার শ্রমিকদের অপরাধ?’

নিজস্ব সংবাদদাতা : কর্ম সূত্রে দেশের বিভিন্ন রাজ্যের মানুষ দেশের বিভিন্ন রাজ্যে কর্মে লিপ্ত থাকেন। বড় বড় কোম্পানির উচ্চপদস্থ স্টাফ থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত এই বিষয়টি লক্ষ্য করা যায়। এই রাজ্যেও চোখে পড়ে অন্যান্য রাজ্য থেকে আসা বহু শ্রমিকদের কাজ করতে। যার পোশাকি নাম পরিযায়ী শ্রমিক। কিন্তু বর্তমানে কাজ করতে গিয়ে এই পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে বাংলার পরিযায়ী শ্রমিকদের। এই ব্যাপারটি নিয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। মূলত ওড়িশায় কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেন তিনি। এই বার বিষয়টি নিয়ে আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তাঁর চিঠিতে ওড়িশা, গুজরাত,দিল্লি এবং মহারাষ্ট্র মোট চারটি রাজ্যের কথা উল্লেখ করে জানান, ‘‘এই রাজ্যগুলিতে বাংলাভাষী শ্রমিকেরা নানা ভাবে হেনস্থার শিকার হচ্ছেন। তাঁরা ভারতীয় নাগরিক। তাঁদের কাছে আধার কার্ড, ভোটার কার্ডের মতো পরিচয়পত্র রয়েছে। তার পরেও তাঁদের নানা ধরনের অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।’’ এমনকি গুজরাতে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকও করা হচ্ছে। তিনি আরও জানান,গোটা দেশ থেকে বাংলাতেও বহু শ্রমিক কাজ করতে আসেন। কিন্তু প্রাদেশিকতার বশে কাউকে বাংলায় কোনও আক্রমণের মুখে পড়তে হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তৃণমূল সাংসদ প্রশ্ন করেন, ‘‘মাতৃভাষায় কথায় বলাটাই কি বাংলার শ্রমিকদের অপরাধ?’ শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মূলত তিনটি দাবি জানিয়েছেন পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান।

1) সব রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 2)বাংলার পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে তাঁদের নথি যেন যাচাই করা হয়।3) বাংলার শ্রমিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে বাংলার সরকারের সঙ্গে যেন সমন্বয় রাখা হয়।

Latest