নিজস্ব সংবাদদাতা : একাধিক এলাকা জলমগ্ন। কোথাও হাঁটু সমান জল। বেঙ্গালুরুতে গত সপ্তাহ ধরে বৃষ্টিপাত হচ্ছে। সময় যত গড়িয়েছে, বৃষ্টির পরিমাণও বেড়েছে। শহরের দিকে দিকে জল জমতে শুরু করে। কোথাও হাঁটু সমান জল, তো কোথাও আবার জল কোমর ছুঁইছুঁই। বিপদ এড়াতে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করে রাখা হয়েছে। জানানো হয়েছে, যত ক্ষণ পর্যন্ত না জল নামছে, তত ক্ষণ বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না। কর্ণাটকের রাজধানীতে ১৭ মে রাত ৯.৩০ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং আগের রাতের মতোই বেশ কয়েক ঘন্টা ধরে বৃষ্টিপাত অব্যাহত ছিল। আগামী সাত দিন ধরে, আইএমডি রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে বজ্রপাত ও বজ্রপাত সহ বিক্ষিপ্ত থেকে ব্যাপক মাঝারি বৃষ্টিপাতের সতর্ক করেছে। এছাড়াও, ১৯ মে থেকে ২২ মে পর্যন্ত কর্ণাটকের দক্ষিণ অভ্যন্তরীণ জেলাগুলির বিচ্ছিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুর পাশাপাশি কোলার, হাসান, বেলাগাভি, বিদার সহ একাধিক অঞ্চল জনজীবন ব্যাহত হয়েছে। সব থেকে খারাপ অবস্থা বেঙ্গালুরুর সাই লেআউট ও হোরামাভু এলাকার। পূর্ব বেঙ্গালুরুতে একটি বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যুও হয়েছে এক নারীর। মৃতের নাম শশিকলা (৩৫)। তিনি একটি বেসরকারি কোম্পানিতে পরিচারিকার কাজ করতেন। সোমবার সকালে কাজে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এলাকারই একটি বাড়ি দেওয়াল ভেঙে পড়ে তার উপর। ধ্বংসস্তূপে চাপা পড়ে যান তিনি। তাকে ওই অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

