নিজস্ব সংবাদদাতা : জলমগ্ন রাস্তা, নেমেছে নৌকা ৷ বৃষ্টিতে বেহাল দশা বেঙ্গালুরুর ৷ বন্ধ বিদ্যুৎ পরিষেবা ৷ বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। ভারতীয় মৌসম ভবন আজ (মঙ্গলবার) যে পূর্বাভাস দিয়েছে তাতে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বেঙ্গালুরু নগর ও গ্রামীণ জেলা, কোলার, বাগালকোট, বেলাগাভি, ধরওয়াড়, গদাগ এবং কোপ্পালের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৩০- ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ সেইসঙ্গে বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

কর্ণাটকের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে । ক'য়েকটি জায়গায় রেকর্ড হারে বৃষ্টি হয়েছে ৷ দুর্যোগে প্রাণ গিয়েছে ৩ জনের ৷ জানা গিয়েছে, সোমবার প্রায় সারাদিনই বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি হয়। যার জন্য শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এ দিন বেঙ্গালুরুর সেই অ্যাপার্টমেন্টের নীচেও জল জমে। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ অ্যাপার্টমেন্টে জমে থাকা জল বৈদ্যুতিক মোটর দিয়ে বের করতে গিয়েছিলেন সেখানকার বাসিন্দা মনমোহন কামাথ। আর তাঁকে সেই কাজে সাহায্য করছিলেন সেই অ্যাপার্টমেন্টে কর্মরত নেপালি নাগরিক ভরতের ছেলে দীনেশ। সোমবার রাতে, কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়েছেন, সরকার বেঙ্গালুরুতে ২১০টি বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করেছে। যার মধ্যে, ১৬৬টি এলাকায় প্রায় ৭০ শতাংশ সমস্যা মিটে গিয়েছে। আরও ২৪টি জায়গায় কাজ চলছে এবং বাকি ২০টি জায়গায় শীঘ্রই কাজ শুরু হবে।
