নিজস্ব সংবাদদাতা : বেঙ্গালুরুর যশবন্তপুরের ত্রিবেণী রোডে আহত হয়ে পড়ে ছিলেন এক ব্যক্তি। বেঙ্গালুরু পুলিশ উত্তর বিভাগের আওতায় পড়ে এই এলাকা। গত ১৫ জুলাই সেই ভিডিয়ো তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের মধ্যে এক জন অফিসার বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশে কর্মরত। দ্বিতীয় জন পুলিশের আইন এবং শৃঙ্খলা বিভাগে কর্মরত। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন রয়েছে বুঝেও দুই পুলিশ কর্মী তর্কাতর্কি করেছেন। তর্কের বিষয়, কার গাড়িতে আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
শেষে ওই আহত ব্যক্তিকে একটি বেসরকারি গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেঙ্গালুরু উত্তরের ডিসিপি (পুলিশের ডেপুটি কমিশনার) এই নিয়ে পদক্ষেপ করেছেন। ডিসিপির দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "১৫ জুলাই রাতে দুর্ঘটনা্টি ঘটে। স্কুটার পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুল্যান্স ডাকে। এই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যথাযথ পদক্ষেপ করা হবে। ট্র্যাফিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহত এখন হাসপাতালে চিকিৎসাধীন।’