Skip to content

বেঙ্গালুরুতে কোভিডের নয়া স্ট্রেন JN1, আক্রান্ত ২০!

1 min read

নিজস্ব প্রতিবেদন :এবার বেঙ্গালুরুতে করোনার নয়া স্ট্রেনের থাবা। কেবলমাত্র বেঙ্গালুরুতেই কোভিড-১৯ JN1 প্রজাতিতে আক্রান্ত হয়েছেন ২০ জন। কর্নাটকজুড়ে এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। গোয়ার পরিসংখ্যান নিয়েও বাড়ছে উদ্বেগ। নতুন করে করোনায় মৃত্যুর পরিসংখ্যান চিন্তায় ফেলছে। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন জন কোভিড আক্রান্তের। তবে তাঁদের কারও শরীরে নয়া স্ট্রেন থাবা বসিয়েছিল কি না, তা এখনও জানা যায়নি। এদিকে, রাতারাতি বৃদ্ধি পেল অ্যাক্টিভ কেসের সংখ্যাও। ১১৬টি নতুন অ্যাক্টিভ কেসের কথা উল্লেখ করা হয়েছে মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে। JN1 হটস্পট উদ্বেগ তৈরি হয়েছে বেশ কিছু রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে। কেরালায় দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বাড়ছে মৃত্যুও।কর্নাটকে নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন মোট ৩৪ জন। তার মধ্যে ২০ জনই বেঙ্গালুরুর বাসিন্দা।

Latest