Skip to content

বাংলায় বিনিয়োগ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ‘স্বদেশ’,‘দিদি আমাদের জন্য লাকি’ বললেন মুকেশ অম্বানী!

1 min read

কলকাতা,নিজস্ব সংবাদদাতা: বুধবার থেকে শুরু হয়েছে ২ দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রথম দিন সেই সম্মেলনে যোগ দিয়েছেন মুকেশ অম্বানী,সঞ্জীব গোয়েন্‌কা সঞ্জীব পুরী,হর্ষ নেওটিয়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রভাবশালী শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী প্রশংসা করে কুর্নিশ জানিয়ে বললেন,“দিদি আমাদের জন্য লাকি।” আসলে ২০১৬ সালে জিওর বাণিজ্যিক পরিষেবা যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকেই। তারই সাথে বলেন,“২০১৬ সালে জিও তার প্রথম বাণিজ্যিক পরিষেবা শুরু করেছিল কলকাতা থেকে। কলকাতাতে সেই শুভ উদ্বোধন প্রমাণ করেছে যে দিদি আমাদের জন্য খুবই লাকি। জিও সারা দেশে শুধু ডিজিটাল বিপ্লব ঘটায়নি। এটা ভারতকে ডিজিটাল সুপারপাওয়ার করে তুলেছে। আজ ডিজিটাল সার্ভিসেস প্রোভাইডার হিসেবে জিও শুধু ভারতে ১ নম্বর স্থানে নেই। বিশ্বে এক নম্বর স্থানে রয়েছে। আর এর যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকে।” বাংলায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিনিয়োগ বাড়ানোর পরিসংখ্যানও তুলে ধরলেন শিল্পপতি মুকেশ অম্বানী। জানালেন, ‘‘বাংলায় এখনও পর্যন্ত জিও স্টোর রয়েছে ১৩০০। আরও ৪০০ স্টোর হবে এই রাজ্যে।’’ খোলা হবে ‘স্বদেশ’ নামে একটি স্টোর। তার মাধ্যমে বালুচরী, মসলিন, কাঁথা স্টিচের মতো বাংলার শাড়ির বিশ্ববিপণন করা হবে। ২০১৬ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় বাংলায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিনিয়োগ ২ হাজার কোটি টাকার কম ছিল। এখন তা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। শেষ বিনিয়োগের পরিমাণ এখনের চেয়ে দ্বিগুণ হবে এই কথাও তাঁর মুখ থেকে শোনা গেলো। বক্তব্য শেষের আগে বাংলা নিয়ে বললেন,“আপনার বাংলা। আমাদের বাংলা।”

Latest