Skip to content

ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত স্বামী-স্ত্রী!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেদিনীপুর লালগড় রাজ্য সড়কের ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে।সোমবার বিকেলে লালগড়ের দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল একটি চার চাকা গাড়ি। অপরদিক থেকে আসছিল একটি বাস। দুটি গাড়িই তীব্র গতিতে আসছিল। তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরপরই আগুন লেগে যায় ছোট প্রাইভেট চার চাকা গাড়িটিতে। আর তাতেই কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ওই গাড়িটি। গাড়ির মধ্যে থাকা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল ইঞ্জিন গিয়ে আগুনকে নিয়ন্ত্রণ আনে। রাস্তায় মাত্র কয়েক মিনিটের মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যাওয়ার তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে পুলিশ ও দমকল তরফ থেকে জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায় মৃতব্যক্তির পরিচয় মেদিনীপুর শহরের মৃত কম্পাউন্ড এর বাসিন্দা বছর ৬২ প্রদীপ কুমার রায়। তার স্ত্রী স্বপ্না হালদার (রায়)। প্রদীপ কুমার একজন প্রাক্তন ব্যাংক কর্মী, অবসরের পর প্রায় প্রতিদিনই স্ত্রীকে আনতে যেতেন পশ্চিম মেদিনীপুর পিড়াকাটাতে। স্ত্রী স্বপ্না হালদার (রায়) পিড়াকাটা বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর একজন কর্মী (ক্যাশিয়ার)। প্রতিদিনের মতো সোমবার নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে আনতে গিয়েছিলেন প্রদীপ বাবু , ফেরার পথে ভাদুতলা বুরিশোলের জঙ্গলের কাছে দুর্ঘটনাতেই মৃত্যু হয় স্বামী ও স্ত্রী দুজনের। চন্দনা নগর তাদের দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় পুলিশের তরফ থেকে ময়না তদন্তের জন্য। মেদিনীপুর শহরের মিএ কম্পাউন্ডে বাড়িতে মৃত্যুর খবর গেলে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।

Latest