Skip to content

ভারত পাক ম্যাচ উপলক্ষ্যে নিরাপত্তায় বাড়তি !

1 min read

প্রতিবেদন : ভারত পাক ম্যাচ উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে । একটি স্পোর্টস ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে এই ম্যাচে  নিরাপত্তার দায়িত্বে শুধু রাজ্য পুলিশ বা সেনা বাহিনি নয় একইসঙ্গে মোতায়েন করা হবে এনএসজি কমান্ডো। এই বাহিনিতে থাকছেন ২৬।১১ মুম্বইয়ে তাজ হোটেলের অপারেশনের সদস্যরা।সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্য়াটেলের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংভি, রাজ্য ডিজিপি বিকাশ সহায় ও আহমেদাবাদের পুলিস কমিশনার জিএস মালিক। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জিএস মালিক। তিনি জানিয়ে দিয়েছেন যে, ভারত-পাক ম্যাচে স্টেডিয়ামকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়ার জন্য কী কী করা হচ্ছে।৭ হাজারের বেশি পুলিশকর্মীর সঙ্গে প্রায় চার হাজার হোমগার্ড মোতায়েন করা হচ্ছে। ম্যাচ চলাকালীন স্পর্শকাতর এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখাই মূল  উদ্দেশ্য গুজরাত প্রশাসনের এছাড়াও তিনটি ‘হিট টিম’ এবং একটি অ্যান্টি ড্রোন টিম মোতায়েন করা হচ্ছে। বম্ব স্কোয়াডও রাখা হচ্ছে।এনএসজি কমান্ডো, ব়্যাফ, গুজরাট পুলিশ এবং বিভিন্ন এজেন্সি থেকে প্রায় ১১ হাজার নিরাপত্তারক্ষী থাকছেন নিরাপত্তার দায়িত্বে। শনিবারের ম্যাচের আগেই তাঁরা দখল নিয়ে নেবেন শহর ও স্টেডিয়ামের। সর্বোচ্চ মাত্রায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জানিয়েছেন, আমেদাবাদে ক্রিকেট ম্যাচ ঘিরে কখনও অশান্তি দেখা যায়নি। তাও কোনও রকম সুযোগ নেওয়া হবে না। নিরাপত্তরক্ষীরা বিভিন্ন স্পর্শকাতর এলাকায় থাকবেন। যাতে কোনও রকম ঝামেলা না হয়। সোমবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, মন্ত্রী হর্ষ সাংভি, ডিজিপি বিকাশ সহায়, জিএস মালিক ও অন্যান্য আধিকারিকের বৈঠক হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কোনও রকম সমস্যা ও অশান্তি না হয়, তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হবে।

Latest