নিজস্ব প্রতিবেদন : রবিবাসরীয় ইডেনে ভারতের কাছে ২৪৩ রানে হারটা ওডিআই ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় রানের ব্যবধানে পরাজয়ের নজির। তারা ২১ বছর আগের নজির ভেঙে ফেলে নতুন লজ্জার নজির গড়েছে এদিন। এর আগে ২০০২ সালে পোর্ট এলিজাবেথে পাকিস্তানের কাছে ওডিআই ম্যাচে প্রোটিয়ারা ১৮২ রানে হেরে গিয়েছিল। দুই দল- ভারত এবং দক্ষিণ আফ্রিকা রবিবারের ম্যাচের আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। তবে এদিন ছিল দুই দলের মর্যাদা রক্ষার লড়াই। সেই সঙ্গে শীর্ষস্থান দখলেরও লড়াই। এদিন দক্ষিণ আফ্রিকা জিতলে, তারাই শীর্ষে পৌঁছে যেত। তবে বিধ্বংসী মেজাজে থাকা ভারতের কাছে একেবারে ল্যাজেগোবরে হয়েছে প্রোটিয়ারা। প্রথমে দক্ষিণ আফ্রিকার বোলারদের ছাতু করে ভারত ৫ উইকেটে ৩২৬ রানের পাহাড় গড়েছিল। এর পর দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ভারতীয় বোলাররা একেবারে কচুকাটা করে ছাড়েন। মাত্র ৮৩ রানে গুটিয়ে দেয় প্রোটিয়াদের ইনিংস। ভারতের কাছে ২৪৩ রানের লজ্জাজনক ব্যবধানে হেরে নজির গড়ে ফেলেছে তেম্বা বাভুমার দল।