নিজস্ব সংবাদদাতা : খাকুড়দা ভগবতী দেবী পিটিটিআই- এর উদ্যোগে ও ভগবতী দেবী শিক্ষা নিকেতনের সহযোগিতায় একটি এক দিবসীয় আলোচনা সভার আয়োজন করা হয়। ভগবতী দেবী পিটিটিআই কলেজে প্রশিক্ষণরত ভাবী শিক্ষকদের জন্য আলোচনার বিষয় "কিভাবে সরকারি চাকরীর পরীক্ষার প্রস্তুতি নেব?" এবং বিদ্যালয় স্তরের জন্য আলোচনার বিষয় ছিল "স্কুল স্তর থেকেই শুরু হোক জীবনে সফলতার সলতে পাকানো"। মুখ্য আলোচক রূপে উপস্থিত ছিলেন শ্রী অরুনাভ দত্ত, উপ-অধিকর্তা, ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। মুখ্য আলোচক অরুনাভ দত্ত, উপ-অধিকর্তা, ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র বলেন যে পশ্চিমবঙ্গের কোণায় কোণায় প্রতিভার অভাব নেই। তবে অনেকেই সরকারি চাকরীর প্রস্তুতি কিভাবে নিতে হয়, সেইভাবে সচেতন থাকে না।সেই বিষয়ে দিশা দেখাতে ও স্কুল স্তর থেকে কিভাবে সঠিক পথে ছাত্র ছাত্রীরা নিজের জন্যে সঠিক ক্যারিয়ার বেছে নেবে, সেই লক্ষ্যে এই উদ্যোগ। সংস্থার অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শংকর মিশ্র বলেন যে সঠিক লক্ষ্য নির্বাচন, উপযুক্ত প্রস্তুতি ও অনুশীলন এবং সঠিক পরামর্শ ব্যতি রেখে কোন কাজে সফল হওয়া যায় না।এই কারণেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের আয়োজন সারাবছর ধরেই করা হয়ে থাকে।