Skip to content

ভগৎ সিং এর আত্মবলিদান দিবস পালন!

নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ -ই- আজম ভগৎ সিং এর আত্মবলিদান দিবস। এই উপলক্ষ্যে মঙ্গলবার মেদিনীপুর শহরের পঞ্চুর চকে ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহ্বায়ক কুন্দন গোপ, সদস্য গণেশ মাইতি, সদস্য অধ্যাপক ড.সুশান্ত দে, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক প্রদীপ সিংহ মহাপাত্র, সমাজকর্মী স্বপণ পান, ছাত্র কৃষ্ণেন্দু পাঠক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। এছাড়াও জেলা জুড়ে দিনটি বিভিন্ন বামপন্থী ছাত্রযুব সংগঠনের উদ্যোগে দিনটি পালিত হয়।

Latest