Skip to content

কামারপাড়া রানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গণ ভাইফোঁটা উৎসব!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের কামারপাড়া যেন বৃহস্পতিবার সন্ধ্যায় পরিণত হয়েছিল এক আনন্দময় মিলনক্ষেত্রে।  ২৩শে অক্টোবর  বৃহস্পতিবার কামারপাড়া রানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং ২২ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলার মৌসুমী হাজরার উদ্যোগে অনুষ্ঠিত হল এক অনন্য গণ ভাইফোঁটা উৎসব, যেখানে মিলেমিশে গেল ভালোবাসা, শ্রদ্ধা আর সম্পর্কের অটুট বন্ধন।

সন্ধ্যার আলো-ছায়ার মায়াবী আবহে কাউন্সিলার মৌসুমী হাজরা নিজের হাতে ভাইদের কপালে চন্দনের টিক পরিয়ে দিলেন,ও মিষ্টি মুখে আশীর্বাদ ও শুভেচ্ছা। বোনের হাতে ফোঁটা নিয়ে হাসিমুখে আশীর্বাদ নিলেন ভাইয়েরা, চারিদিকে ভেসে উঠল ভ্রাতৃত্বের মধুর গন্ধ।উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা, তিনি এলাকাবাসীর সঙ্গে মিলেমিশে উৎসবের আনন্দ ভাগ করে নেন।পুরো অনুষ্ঠানটি ছড়িয়ে পড়ে ঐক্য, ভালোবাসা ও মানবিকতার এক উজ্জ্বল বার্তা “সম্পর্ক মানে শুধু রক্তের নয়, হৃদয়ের টানই আসল বন্ধন।ভাইফোঁটার এই দিনে কামারপাড়ার আকাশ জুড়ে যেন বাজল একটাই সুর “ভাই-বোনের বন্ধন থাক চির অটুট, মিলেমিশে থাকুক আমাদের এই বাংলা।

Latest