Skip to content

মাওবাদীদের বনধ, গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে রাজধানী এক্সপ্রেস ট্রেন বিকট শব্দে দাড়িয়ে যায়!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : গতকালই ছিল তিন রাজ্যে মাওবাদীদের ডাকা বনধ।ভুবনেশ্বর থেকে দিল্লী রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছেই বিকট শব্দে থমকে যায় ট্রেন। সাথে সাথেই রাজধানীর গার্ড ও চালক খবর দেয় পিয়ারডোবা স্টেশনে। রেল সূত্রে জানা যাচ্ছে ঘটনার পর সাময়িক ট্রেন চলাচল বন্ধ থাকে।

রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় রেলের পুলিশ কুকুর সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনার জন্যই ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল আধিকারিকরা। সোমবার সকালেও ফের ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। যেহেতু জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের ডাকা বন্ধের দিনে এধরনের ঘটনা ঘটেছে তাই কোথাও ফাক ফোকর রাখতে চাইছে না রেল আধিকারিকরা।ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হচ্ছে।

পাশাপাশি একটি ফরেনসিক টিমও ঘটনাস্থলে আসছে বলে রেল সুত্রে খবর। যাতে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তাই তৎপর রয়েছে রেল পুলিশ। রেলের আদ্রা ডিভিশন সূত্রের খবর, সেরকম বড় কোন বিষয় নয়, তবে বিষয়টি খতিয়ে দেখছে রেলওয়ের নিরাপত্তা বিষয়ক বিভাগ। খড়গপুরে রেল ডিভিশনের তরফেও জানানো হয়েছে, গড়বেতার মতো সংবেদনশীল অঞ্চলে এই ধরনের ঘটনা রেলের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে তদন্ত চলছে এবং সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

Latest