Skip to content

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মেদিনীপুর স্টেশন সংলগ্ন ভুঁইয়া পাড়া এলাকা!

নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টিতে নতুন করে সমস্যায় পড়ল মেদিনীপুর স্টেশন সংলগ্ন ভুঁইয়া পাড়া এলাকার বাসিন্দারা। মেদিনীপুর রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্প সাজানো কাজ আরম্ভ হয়েছে। আর এই অমৃত ভারত প্রকল্প স্টেশন তৈরীর জন্য রেল জায়গায় বসবাসকারী ৫০০ পরিবারকে নোটিশ দেওয়া হয়।গত ২৬শে মে সোমবার মেদিনীপুর স্টেশন সংলগ্ন ৪ চার নম্বর ওয়ার্ডের ভূইয়া পাড়া এলাকায় কিছু বাড়ি উচ্ছেদও করেছে রেলওয়ে। এবার আসন্ন বর্ষায় নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকা বাসীরা। এই প্রকল্পের কাজ করতে গিয়ে এলাকার মূল জল নিকাশির রাস্তাটি বন্ধ হয়ে গেছে ।

ফলত বৃষ্টির জল বেরোনোর রাস্তা না পেয়ে এলাকার বস্তি বাসীদের বাড়িতে ঢুকে যাচ্ছে। এমনকি ভেসে যাচ্ছে জামা কাপড় থেকে শুরু করে পড়াশোনার বই পত্রও। যার ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সকলকেই। বিষয় গুলি জানতে পেরে এগিয়ে আসেন বিশিষ্ট সমাজসেবী ও শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি আবির আগরওয়াল। সদ্যজাত ওই শিশু ও তাঁর মা বাবার কিছুদিনের বাসস্থানের ব্যবস্থা করে দেন। তারই সাথে সাথে এলাকাবাসীর রান্নাবান্নার ব্যবস্থাও করেন। তাদের এই সমস্যা সমাধানের আশ্বাসও দেন। এলাকার বাসিন্দা রাজু সিং জানান,দীর্ঘদিন তাঁরা এই এলাকায় বসবাস করছেন কিন্তু এই রকম সমস্যায় তাঁদের প্রথম পড়তে হচ্ছে।আবির আগরওয়াল সহযোগিতায় পাম্প নিয়ে এসে জল নিকাশির জন্য ব্যবস্থা করা হয়। বিপর্যস্ত দিনে এলাকা বাসীদের সব সময় পাশে থাকেন আবির আগরওয়াল।

Latest