Skip to content

ভুয়ো শংসাপত্র,তমলুকের এক ছাত্রীকে বহিষ্কার করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের তমলুকের ছাত্রীকে বহিষ্কার করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ। মেয়েটি ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন বলে অভিযোগ।মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষা মৌসুমী নন্দী মানছেন, ‘‘এক ছাত্রীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর ভর্তি বাতিল করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে ছাত্রীটি ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহার করেছিলেন।’’ তবে শুধু বহিষ্কার নয়, ওই ছাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছে আদিবাসী কল্যাণ সমিতি, ভারত জাকাত মাঝি পারগানা মহলের মতো বিভিন্ন জনজাতি সংগঠন। পারগানা মহলের নেতা শিবুলাল মুর্মু বলেন, ‘‘অবিলম্বে ওই ছাত্রীকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি, জাল শংসাপত্র দেওয়ার সঙ্গে যে সব প্রশাসনিক আধিকারিক জড়িত, তাঁদেরও গ্রেফতার করতে হবে।’’ মেদিনীপুর মেডিক্যালের ছাত্রী সায়নী টুডুর মতে, ‘‘যে বা যাঁরা জাল জাতিগত শংসাপত্র দেখিয়ে কলেজে ভর্তি হয়েছেন, তাঁদের সবার ভর্তি বাতিল হওয়া উচিত।’’

Latest