Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় B.C.Mukherjee hall এ সাইবার সিকিউরিটি ও এথিক্যাল হ্যাকিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) আন্তর্জাতিক আলোচনাচক্র!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : বর্তমানে গোটা দেশে এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়ে জানা ছাত্রছাত্রীদের চাহিদা তুঙ্গে। কর্মক্ষেত্রেও রয়েছে অনেক সুযোগ। বর্তমান প্রজন্মের কাছে ইন্টারনেট পরিষেবা বা সোস্যাল মিডিয়া এই গুলি সব পরিচিতি এক মাধ্যম বলা যায় এক মিনিটও এগুলি ছাড়া থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে।আবার কিছু মানুষের প্রতিদিন সোস্যাল মিডিয়াতে আপডেট, ওয়াটস অ্যাপ এগুলি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কিন্তু সেই নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় তথ্য টি কোনো হ্যাকার এর হতে পড়ে যায় তাহলে কি হবে?
মূলত এই বিষয়কে নিয়ে এক সচেতনতার শিবির করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট হেড প্রফেসর মধুমঙ্গল পাল , কম্পিউটার ডিপার্টমেন্ট হেড বিশ্বপতি জানা,Intrucept Labs কো-ফাউন্ডার রামকৃষ্ণ রায়,Intrucept Labs pvt Ltd কো-ফাউন্ডার সতীশ কুমার, BrowseSkill Pvt Ltd কো-ফাউন্ডার অনমিত রায় ও BrowseSkill Pvt Ltd কো-ফাউন্ডার বিবেকানন্দ রায় প্রমুখ। এই আলোচনাচক্র উপস্থিত ছিলেন ১৫০- এর বেশি কম্পিউটার সাইন্স এ ছাত্রছার্ত্রী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী বলেন “যাঁরা এই এ বিষয়গুলিকে নিয়ে ভবিষৎ গড়তে চান, তাঁদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। নতুন এই কোর্সগুলি তাঁদের চাকরির ক্ষেত্রে একাধিক পথ খুলে দেবে।”অন্যদিকে, Intrucept Labs কো-ফাউন্ডার রামকৃষ্ণ রায় বলেন, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা চাকরি পাওয়ার ক্ষমতা ছাড়াও খুব দ্রুত ক্যারিয়ার গঠন করতে পারেন। তারা নিজেদের পছন্দ মতো অবস্থান খুঁজে বের করার জন্য বিভিন্ন বিকল্পের সন্ধান পেয়ে থাকেন। এক্ষেত্রে কাজের পরিসর ব্যাপক। তাই তারা যেকোনও একটিকে বেছে নিয়ে নিজের ও পেশাগত উন্নতি ঘটাতে পারেন, দক্ষতা বাড়াতে পারেন এবং ব্যক্তিগত পরিসর আরও বড় করতে পারেন।দুই কোম্পানির ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে তথ্য প্রযুক্তি নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয় ও ভবিষ্যতে এই বিষয়ে পড়াশোনা করে কতটা সাফল্য লাভ করা যায় সেই বার্তাও দেওয়া হয়।

Latest