নিজস্ব সংবাদদাতা: সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী আমারকার ভাষা আমারকার গর্ব-এর গুরুত্বপূর্ণ সদস্য ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কমলাপুকুরিয়া গ্রাম বাসিন্দা মনোজ সাহু ও অর্পিতা সাহুয়ের একমাত্র কন্যা মনস্বীনি সাহু-এর পঞ্চম জন্মদিন পালিত হলো একটু ভিন্ন ভাবে।

মানবসেবার মধ্য দিয়ে শিশুদের সাথে নিয়ে সুবর্ণ রৈখিক পরিবারের সহযোগিতায় পালিত হলো মনস্বিনীর পঞ্চম জন্মদিনের অনুষ্ঠান। এই উপলক্ষ্য উপলক্ষে পি এম পোষণের আওতায় মধ্যাহ্ন ভোজনের সময় তিথি ভোজন উদযাপনের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার কড়িয়াশোল হাইস্কুলের প্রায় ৩৫০ জন ছাত্র ছাত্রীকে দুপুরে ভাত,ডাল,আলুপোস্ত,মাংস, মিষ্টি সহযোগে ভুরিভোজ করানোর পাশাপাশি শিশুদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হলো শিক্ষা সামগ্রী।ব্যবস্থাপনায় ছিলেন সুবর্ণ রৈখিক পরিবার। সুবর্ণরৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল,প্রদীপ কুমার সেনাপতি,অভিনেশ নায়েক সহ অন্যান্যরা।কড়িয়াশোল হাইস্কুলের ছাত্রদরদী প্রধান শিক্ষক শমীক পাত্র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। সুবর্ণ রৈখিক পরিবার ও কড়িয়াশোল বিদ্যালয়ের ছাত্রছাত্রীও কর্তৃপক্ষের পক্ষ থেকে মনস্বিনীকে জন্মদিন শুভেচ্ছা জানানো হয়।