Skip to content

বিশ্ব এইডস দিবসে সচেতনতা বৃদ্ধিতে পথযাত্রার আয়োজন ডি এস এম এস গ্রুপ অফ কলেজের

Photo by Bermix Studio / Unsplash

প্রতিদিন এইডসে গড়ে আক্রান্ত হচ্ছেন সাড়ে ৫ হাজার মানুষ। এ পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন মানুষ এ প্রাণঘাতী রোগে মারা গেছেন। এই মারাত্বক ব্যাধি সম্পর্কে সমাজ সচেতনতা বৃদ্ধিতে এক গুরুত্তপূর্ণ পদক্ষেপ নিয়েছে দুর্গাপুর dsms group | আজ দুর্গাপুরের dsms গ্রুপ অফ কলেজের সমস্ত শাখার দ্বারা এক সচেতনতামূলক পথযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রা দুর্গাপুর এর dsms কলেজ থেকে শুরু করে বিধাননগর মহকুমা হাসপাতালের রোটারি প্রদক্ষিণ করে আবার ফিরে আসে dsms কলেজের দিকে। এই সংক্রামক ব্যাধি সম্পর্কে দুর্গাপুর বাসীকে সচেতন হওয়ার ও প্রয়োজনীয় তথ্য জানানোর মাধ্যমে এদিন সম্পন্ন হয় এই পদযাত্রা। এটির মাধ্যমে শহরবাসী র মধ্যে এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী কলেজ কর্তৃপক্ষ।

Latest