নিজস্ব সংবাদদাতা : বিষ্ণুপুর হসপিটালে বিষ্ণুপুর প্রশাসনের উদ্যোগে উদ্বোধন হলো সাইকেল স্ট্যান্ডের। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও বিষ্ণুপুর জেলা হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের কথা চিন্তাভাবনা করে এবং প্রশাসনের উদ্যোগে উদ্বোধন হল সাইকেল স্ট্যান্ড।উদ্বোধন করলেন বিষ্ণুপুর জেলা হাসপাতালের সুপার ডাক্তার গোপাল দাস, সাথে ছিলেন বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ,সি এম ও এইচ ডঃ গোপাল দাস
বিষ্ণুপুর হসপিটালের সুপার ডা:শুভঙ্কর কয়াল। বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী ডেপুটি সি এম ও এইচ থ্রি এবং ডেপুটি সিমে ফোর, বিষ্ণুপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান বিষ্ণুপুর মিউনিসিপালিটি মহাবীর আগরওয়াল অ্যাসিস্ট্যান্ট সুপার বিষ্ণুপুর ডিসটিক হসপিটাল শিবায়ন দাস অনিরুদ্ধ দে মানষ বাউরী, সুদীপ কুমার পাল কাউন্সিলর সংগ্রাম নাগ অতনু মন্ডল হীরালাল দত্ত প্রিয়াঙ্কা করঙ টুম্পা দে মোহান্ত অজয় ক্ষেত্রপাল এছাড়া উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভা একাধিক আধিকারিক। বিষ্ণুপুর পৌরসভার উদ্যোগে বেসরকারি সংস্থা নীলকন্ঠ এন্টারপ্রাইজ এই সাইকেল স্ট্যান্ডের দায়িত্ব পেলেন।