Skip to content

বিষ্ণুপুর মেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃ্ত্যু যুবকের!

1 min read

নিজস্ব প্রতিবেদন : ছয় বন্ধু বেরিয়ে ছিল বিষ্ণুপুর মেলা দেখতে। গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকের ৷ বুধবার বাঁকুড়ার জয়পুরের তাঁতিপুর এলাকার ঘটনা ৷ এই দুর্ঘটনার জেরে বাইকে থাকা 2 যুবক গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে শেখ মেহেবুল আলীর(১৮) ৷ মৃত যুবক বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত ধোবাইরি গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে খবর, বুধবার তিনটি বাইক নিয়ে ছয় বন্ধু মেলা দেখতে বেরিয়েছিল ৷ যাওয়ার পথে একটি গাড়িতে ধাক্কা মারে শেখ মেহেবুল আলীর বাইক ৷ গুরুতর জখম হয় দুই বন্ধু ৷ স্থানীয় বাসিন্দারা দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করেন ৷ শেখ মেহেবুল আলীর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় ৷ পথেই মৃত্যু হয় ওই যুবকের ৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ৷ পাশাপাশি, ঘাতক গাড়িটিকেও আটক করেছে। যুবকের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে নেভে এসেছে গভীর শোকের ছায়া । তদন্ত করতে শুরু করেছে জয়পুর থানার পুলিশ।

Latest