Skip to content

ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দেবকে কী বললেন দিলীপ ঘোষ?

নিজস্ব সংবাদদাতা : এখনও ঘাটাল পুর এলাকা-সহ ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা ও দাসপুরের নাড়াজোলের বেশ কিছু এলাকা জলমগ্ন। কোথাও কোথাও হাঁটু সমান ও কোথাও কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। গ্রামীণ এলাকাগুলিতে রাস্তাঘাট এখনও জলের তলায়। বুধবার ৩০শে জুলাই সকালে দিলীপ ঘোষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। তিনি বলেন তিনবারের সাংসদের কাছ থেকে মানুষের বহু প্রত্যাশা থাকে। ঘাটালবাসীর মূল প্রত্যাশা তাদের যেন বর্ষাকালে বন্যার দুর্ভোগ কম হয়। কিন্তু একাধিকবার ভোট দিয়েও তাঁরা প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি। মুখ্যমন্ত্রী একবার করে আসেন আর গোড়ালি ডোবা জলে ছবি তুলে চলে যান। দেব শুধু বন্যার সময় আসেন, বাকি সময় পাগলু ড্যান্স করেন। ঘাটালবাসীর অধিকার রয়েছে বন্যা থেকে মুক্তি পাওয়ার। কেন তাঁরা বছরের ৬ মাস জমা জলে কষ্ট পাবেন। বছরের পর বছর তাঁরা দাবি তুললেও কোনও সুরাহা হয়না। এই অবস্থার পরিবর্তনের দরকার আছে।

এদিকে বুধবার দুপুরে ঘাটালের পরিস্থিতি নিয়ে ঘাটালের মহকুমা শাসক অফিসে একটি প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ দেব ( দীপক অধিকারী), স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম, জন স্বাস্থ্য ও কারিগরী দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী সুরেন্দ্র গুপ্তা, পশ্চিম মেদিনীপুর জেলা ম্যাজিস্ট্রেট খুরশিদ আলী কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটাল মহকুমাশাসক সুমন বিশ্বাস, বিডিও এবং অন্যান্যমহকুমা প্রশাসনের আধিকারিকরা ও জনপ্রতিনিধিরা। দিলীপ ঘোষকে নিয়ে দেব বলেন, আমার কোথাও যেন মনে হচ্ছে, দিলীপদা এবার খড়্গপুরে দাঁড়াতে চান। তাই আমাকে সফট টার্গেট করে প্রচারের আলোয় থাকতে চাইছেন...তবে, আমি সত্যি বলছি, আমি ওঁকে শ্রদ্ধা করি।

Latest