নিজস্ব সংবাদদাতা : বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠলেই বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিধানসভার অপমান করছেন বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রীর। "এরা গঠনমূলক কিছু করে না। সবই ধ্বংসাত্মক উল্লেখ মুখ্যমন্ত্রীর। ঘোষের নেতৃত্বে বিধানসভার অন্দরেই চলে বিজেপির স্লোগান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মার্শালের নেতৃত্বে বিধানসভার নিরাপত্তারক্ষীরা শঙ্কর ঘোষকে টেনে বার করার চেষ্টা করেন। বিধায়করা তা আটকানোর চেষ্টা করছেন। নিজের আসনেই অনড় রয়েছেন শঙ্কর। তা নিয়ে তুমুল ধস্তাধস্তি চলে বিধানসভা অন্দরে। তৃণমূল বিধায়করা নিজের আসনেই বসে সবটা দেখতে চান। ২ ঘণ্টার মধ্যে ৫ বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক দিন্দা, মিহির গোস্বামী, বঙ্কিম হাজরা। সবশেষে বিধানসভার বাইরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।