Skip to content

ওয়াক আউট বিজেপির,ধ্বনি ভোটে পাস হয়ে গেল রাজ্য সরকারের আনা ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব!

নিজস্ব সংবাদদাতা : সোমবার বিধানসভায় ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভায় ওয়াকফ বিল প্রস্তাব নিয়ে আলোচনা ছিল দু’দিনের। মঙ্গলবার, বিধানসভায় পাশ হয়ে গেল রাজ্য সরকারের আনা ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে ভাষণ রাখেন লালগোলার বিধায়ক মহম্মদ আলি, প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। বিরোধী নেতা শুভেন্দু ছাড়াও বিজেপির হয়ে বক্তৃতা করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাঁও। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকীও এই বিষয়ে বক্তৃতা রাখেন। উল্লেখ্য,আলোচনার শেষে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা। সেই বিরোধীশূন্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল রাজ্য সরকারের আনা ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব।

Latest