Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলাশাসক অফিস চলো অভিযানে বিজেপির বিক্ষোভ সমাবেশ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মুর্শিদাবাদে সন্ত্রাসী হামলা, শিক্ষা ক্ষেত্রে চাকরি চুরি, সহ বাংলা জুড়ে সন্ত্রাসের প্রতিবাদে জেলাশাসক অফিস চলো অভিযানে মেদিনীপুরে রাস্তায় বিজেপি। ২৮শে এপ্রিল সোমবার মেদিনীপুর শহরের বটতলার চক থেকে বিক্ষোভ মিছিলে বিজেপি নেতা দিলীপ ঘোষ ও সঙ্গে ছিলেন মালদার সাংসদ খগেন মুর্মু। বটতলা থেকে মিছিল করে জেলা শাসকের কার্যালয় ঘেরাও করে বিজেপি। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। বিক্ষোভ মঞ্চ থেকে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ মমতা সরকার CAA সময় ও ওয়াকাপ বিলের সময়ও বিরোধিতা করেছেন তার সাথে CAA পাস করার বিরুদ্ধে কংগ্রেস সিপিএম এরাও বিরোধিতা করেছে তখনও চুপ ছিল মমতা সরকার এখনো চুপ আছে, একটা কোন কেস দেয়নি। এই সন্ত্রাস বিরোধীদের কে। ট্রেনের লাইন তুলে ফেলেছে, ঘরবাড়ি ভেঙেছে আগুন লাগানো হয়েছে, এখনো ওকাব বিল নিয়ে সন্ত্রাস চালাচ্ছে মৌলবাদীরা। এই পশ্চিমবঙ্গ কে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে এই মমতা সরকার। মঞ্চ থেকে সাধারণ মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান ২০২৬ শে মমতা সরকারকে ছুড়ে ফেলে দিন ছাব্বিশে বিজেপি সরকার নিয়ে আসুন। বিজেপি সরকার আসলেই না বন্দুকের আওয়াজ হবে না, বোমের আওয়াজ হবে, না দুর্নীতি হবে। একমাত্র মানুষকে ন্যায়বিচার দিতে পারে এই বিজেপি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কে বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেন।

Latest