পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী: মেদিনীপুর শহরের নিরাপত্তা ব্যবস্থার অবনতির অভিযোগ তুলে এবং মেদিনীপুর শহর সহ জেলা জুড়ে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর নগর কমিটি। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুচ্ছাইত অভিযোগ করেন, শহরে মদ জুয়া সহ সমাজ বিরোধীদের দাপট বেড়েছে, সন্ধ্যার পর মদ্যপ ব্যক্তি সহ সমাজ বিরোধীদের দাপটে অতিষ্ঠ শহরবাসী। বাইকারদের রাফ ড্রাইভিং এ যখন তখনই দুর্ঘটনায় আহত হচ্ছে শহরের একাংশ মানুষ। শহরের বিভিন্ন জায়গায় বাড়ছে চুরি ছিনতাই এর ঘটনা। তাই এসবের বিরুদ্ধে পুলিশের কড়া ভূমিকা গ্রহণ করার দাবী জানানো হয় বিজেপির পক্ষ থেকে। তবে এ সমস্ত বিষয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী বলে জানিয়েছেন বিজেপির সহ সভাপতি শঙ্কর গুচ্ছাইত।
