Skip to content

আইন অমান্যে মঞ্চ থেকে পুলিশ সুপারকে কটাক্ষ বিজেপির!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার এসপি অফিস ঘেরাও কর্মসূচি করে জেলা বিজেপির যুব মোর্চা। এসপি অফিস ঘেরাও কর্মসূচির আগে এলআইসি মোড়ে একটি সভা করা হয় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। সেই সভায় দিলীপ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে একাধিক কড়া ভাষায় নিশানা করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে। তিনি বলেন, এই এস পির নামে রেপ কেস রয়েছে। সে রেপ কেসের আসামি। তারই সাথে আইন অমান্যের মঞ্চ থেকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে কটাক্ষ করে বিজেপি যুব মোর্চার নেতা আশীর্বাদ ভৌমিক বলেন, পরিষ্কার করে বলছি, আগেও বলেছি, এখনও বলছি, মেদিনীপুরের মাটিকে এখনো চেনো না তুমি, যত তাড়াতাড়ি চিনবে তত তাড়াতাড়ি তোমার সুবিধা হবে। এছাড়া এসপিকে কটাক্ষ করে বলেন, তোমার বাপকে বাঁচানোর জন্য পিসিমণি দিল্লি যাচ্ছেন তাদের সাথে চ্যালেঞ্জ করে বলেন, তোমার বাবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলো যদি মেদিনীপুর লোকসভার নির্বাচনে লড়াই করে দেখাতে। ৪ লক্ষ ভোটে হারাবো মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে । এভাবে তীব্র কটাক্ষ করলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে।সারা রাজ্য জুড়ে অপশাসন, পুলিশের অত্যাচার, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের তোলাবাজির বিরূদ্ধে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে আইন অমান্য আন্দোলন করা হল পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। আইন অমান্য আন্দোলনের পূর্বে এলআইসি মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ সহ বিজেপির জেলা কার্যকর্তারা। পরে সেখান থেকে মিছিল করে জেলা পুলিশ সুপার অফিসে আইন অমান্য আন্দোলন সংগঠিত করা হয়।

Latest