Skip to content

সমাজসেবী অনয় মাইতির উদ্যোগে রক্তদান শিবির!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের অন্যতম সমাজসেবী অনয় মাইতি নিজেকে মানবসেবায় নিয়োজিত রেখেছেন বছরের পর বছর ধরে। জাতি-ধর্ম-দলমত নির্বিশেষে তার জন্ম দিনটিকে সাধারণ মানুষের মতো কেক কেটে সেলিব্রেশন করে না। বরং অসহায় মানুষের পাশে থাকার মধ্য দিয়ে তার জন্মদিন পালিত হয়। বাড়িয়ে দেন সাহায্যের হাত! তা সে অসহায়-অক্ষম-দুঃস্থ মানুষের প্রতি হোক কিংবা ঝড়-ঝঞ্জা-অতিমারী’ই হোক। সর্বদাই তিনি নিজেকে নিয়োজিত রাখেন মানব সেবায়। মেদিনীপুর শহরের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা অনয় মাইতির পরিচয় সমাজসেবী হিসেবেই। তবে, শুধুমাত্র সেবা আর সাহায্য করেই নিজের পরিচিতি আর জনপ্রিয়তা শহর ছাড়িয়ে মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রসার করেছেন অনয় মাইতি। আর এভাবেই মানব প্রেমে হাসিমুখে ৫২ -তম জন্মদিন পালন করলেন তিনি। রবিবার নিজের জন্মদিন উপলক্ষেই তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের তৈরি ‘অনয় মাইতি ফ্রেন্ডস অ্যান্ড লাভার্স ফর লাইফ’- এর উদ্যোগে কর্ণেলগোলার ভগবতী শিশু শিক্ষায়তনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান‌ শিবির। তাঁর ৫২ তম জন্মদিন পালন করলেন গরিব দুঃস্থ মানুষের সঙ্গে। জন্মদিনে ঢাক ঢোল পিটিয়ে হৈহুল্লোড় করে জন্মদিন পালন নয়, রক্তের জোগান দিতে আয়োজন করলেন রক্তদান শিবিরের। এরই সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দিলেন ট্রাই সাইকেল, ওয়াকার। প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে। আয়োজন করা হয়েছিল মধ্যাহ্ন ভোজনেরও।
এই জন্মদিন উপলক্ষে তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের তৈরি অনয় মাইতি ফ্রেন্ডস এন্ড লাভার্স ফর লাইফ এর উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্ত সংগ্রহ করে ঝাড়গ্রামের নায়াগ্রাম ব্লাড ব্যাংক।

Latest