Skip to content

মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি-১ নং গ্রাম পঞ্চায়েত কুলদা গ্রামে রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা :  মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি-১ নং গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কুলদা গ্রামের তৃণমূল কংগ্রেসের দলের বুধ কমিটির উদ্যোগে এবং গ্রামের সামাজিক সংগঠন ও গ্রামবাসীদের সহযোগিতা বৃহস্পতিবার কুলদা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ৭০ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে রক্ত দাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ শ্যামল পট্টনায়েক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল কুমার ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মুকুল সামন্ত,আকবর খান,পংকজ পাত্র বুথ সভাপতি সিরাজ খান সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।

Latest