Skip to content

ঘাটাল মহকুমা প্রশাসনের SVEEP-P.G.E- প্রচেষ্টায় রক্তদান শিবির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শুধু মহকুমা প্রশাসনের করা কাজ নয়, সারা বছর বিভিন্নভাবে মানুষের পাশে থাকতে সচেষ্টা থাকে পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমা প্রশাসনের লোকজনরা। এক ফোঁটা রক্ত পেতে ছুটতে হচ্ছে রোগীর পরিবারকে এই ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য ব্লাড ব্যাঙ্কে। আর এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে একটি ছোট্ট ক্ষুদ্র রক্তদান শিবিরের আয়োজন করা হল সোমবার পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমা প্রশাসনের (SVEEP-P.G.E) পক্ষ থেকে। এই শিবিরে মোট ৫৮ জন রক্তদাতা রক্তদান করেন। নতুন ভোটার, বিএলও রা রক্তদান করেন। এ আর ও, ঘাটাল, তথা ঘাটালের SDO সুমন বিশ্বাস রক্তদান করে এই শিবিরের সূচনা করে। রক্তদান একটি মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার। কাজেই আমাদের কারও একজনের রক্তের বিনিময়ে যদি কোনও একজন অসুস্থতা থেকে সুস্থ হয় বা তার জীবন রক্ষা পায়, তাহলে আমাদের স্বেচ্ছায় রক্তদান করা উচিত এবং অন্যকেও রক্তদানে উৎসাহিত করা আমাদের কর্তব্য।

Latest