নিজস্ব প্রতিবেদন: বিভিন্ন সময় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা যায়। প্রতিদিন ব্লাড ব্যাংক থেকে থ্যালেসামিয়ায় আক্রান্ত রোগীকে বাঁচাতে রক্ত প্রয়োজন হয়। এ ছাড়াও মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্যে তো সর্বদা রক্তের প্রয়োজন হয়েই থাকে। সেই দিকটি খেয়াল রেখে প্রতি বছরের ন্যায় এই বারেও পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের রেডিপুর গ্রামের রেডিপুর শিব শক্তি সংঘ ক্লাবের উদ্যোগে ও মেদিনীপুর মেডিকেল কলেজের সহায়তায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিলো। জানাযায়, শিব শক্তি সংঘ ক্লাবের স্থায়ী সভাপতি শ্রী সুরেশ মন্ডল ও সমস্ত সদস্যরা এই অনুষ্ঠান টি সাফল্য মন্ডিত করে তুলতে সাহায্য করেন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অন্যতম মহিলা কলেজ রাজা এন এল খান মহাবিদ্যালয়ের প্রফেসর শ্যামাপদ শিট , ঝাড়গ্রামের তিলাবনী হাই স্কুলের শিক্ষক সনাতন ধল সহ এলাকার বিশিষ্ঠ ব্যক্তিরা। মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৭৮ জন এই মহৎ দান-রক্তদান করতে এগিয়ে আসেন।
