Skip to content

পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : বুধবার ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায় দিনে পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা মেটাতে এবং দিকপাল ফুটবলার চুনী গোস্বামীর প্রয়াণ দিবসকে সামনে রেখে মেদিনীপুর ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হলো ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প। শিবির শুরুর আগে পহলগাঁওতে সন্ত্রাসবাদীদের হামলায় নিহতদের ও বীর সেনানী ঝন্টু আলী শেখ -এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। সংগঠনের আহবানে মোট ৩৩ জন রক্তদাতা রক্তদান করেন। 'রক্তদান জীবন দান' এই মহতী বাণীতে উদ্বুদ্ধ হয়ে রক্ত দাতারা রক্তদান করেন এবং আগামীতেও তারা প্রতিনিয়ত রক্তদানে এগিয়ে আসবেন এই প্রতিশ্রুতি রেখেছেন। সংগঠনের সভাপতি,সম্পাদক, অফিস সম্পাদক, সমাজ মাধ্যম সম্পাদক সহ অন্যান্য সদস্যরর এদিন রক্তদানে অংশ নেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী অসীম ধর,প্রধান শিক্ষক বিপ্লব আর্য , শিক্ষক ও চিত্রশিল্পী নরসিংহ দাস সহ অন্যান্যরা। উপস্থিত না থাকতে পারলেও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া সমস্ত রক্তদাতাদের ও আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন । সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি প্রদীপ কুমার মাহাত, সভাপতি চিত্ততোষ পৈড়া ও সম্পাদক সুশান্ত জানা সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সফল ভাবে রূপায়ণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন মেদিনীপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর অমর কুমার সাহা। সংগঠনের পক্ষ থেকে তাঁকেও ধন্যবাদ জানানো হয়েছে।

Latest