Skip to content

খড়্গপুরের আত্মজা ফাউন্ডেশনের রক্তদান শিবির!

অপূর্ব মজুমদার : রক্তের গ্রীষ্মকালীন চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো খড়্গপুরের আত্মজা ফাউন্ডেশন। রবিবার, ২৫শে মে খড়্গপুরের আত্মজা ফাউন্ডেশনের উদ্যোগে খড়্গপুর শহরের ভারতী বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে এই রক্তদান ভবনে আয়োজিত এক বৃহৎ আকারের রক্তদান শিবিরে মোট ৮৬জন স্বেচ্ছায় রক্ত দান করেন। সব সময় মানুষের আত্মার খবর রাখেন আত্মজা ফাউন্ডেশন। তাই দু:স্থ শিশু, কিশোর, বৃদ্ধ-বৃদ্ধারাও যাতে দুর্গাপূজায় নতুন পোশাক পড়তে পারে, তার জন্য মহালয়ার দিন হয় বস্ত্রদান শিবির । গরমে রক্তর টান পড়ায় হলো রক্ত দান শিবির। প্রয়াত কৃষ্ণেন্দু সামন্ত এর স্মরণে চতুর্থ বার্ষিক রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো । খড়্গপুর রেলওয়ে হাসপাতাল ও নয়া গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল রক্ত সংগ্রহ করে।

খড়্গপুর ভলেন্টারি ব্লাড ডোনার অর্গানাইজেশন এর পক্ষ থেকে ছিলেন বিজন লাল দত্ত, অচিন্ত্য সিনহা, পি সি চক্রবর্তী। মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক তপন কুমার পাল, অধ্যাপক জাহীর চৌধুরী, শিক্ষক অপূর্ব মজুমদার, শিক্ষক রূপেশ বসু, কাউন্সিলর ডি বাসন্তী, কল্পনা যোশেফ, অসীম নাথ, অমিত মিশ্র, রাহুল শর্মা, এস এ খান,সৌমিক গাঙ্গুলী, নির্মলা কুন্তিয়া, রাজু সিং, জ্যোতি ঠাকুর, আশা শর্মা প্রমুখ। রক্তদান সম্পর্কে দীর্ঘ বক্তব্য রাখেন অধ্যাপক তপন কুমার পাল মহাশয়। ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন আত্মজা ফাউন্ডেশনের সম্পাদিকা জয়া দাস সিংহ।মোট ৮৬ জন রক্ত দান করেন, যার মধ্যে তিন জন মহিলা ও পাঁচ জন নতুন রক্তদাতা। নায়াগ্রামকে ৬৪ ইউনিট ও রেলওয়ে হাসপাতালকে ২২ ইউনিট রক্ত দান করা হয়।

Latest