Skip to content

বিজয় কুমার চক্রবর্তী'র প্রয়াণ দিবস উপলক্ষে রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত রেলকর্মী, সমাজকর্মী বিজয় চক্রবর্তী'র চতুর্থ প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে চক্রবর্তী পরিবারের উদ্যোগে খড়্গপুর খরিদা এলাকায় বাঙালীপাড়া এলাকায় অবস্থিত চক্রবর্তীদের বাসভবনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। পারিবারিক উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

প্রয়াত বিজয় কুমার চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। শিবিরে সাত জন মহিলা সহ মোট ২৭ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে উপস্থিত সবাইকে পরিবারের পক্ষে স্বাগত জানান প্রয়াত বিজয় কুমার চক্রবর্তীর স্ত্রী প্রাক্তন শিক্ষিকা অঞ্জু চক্রবর্তী,কন্যা অনামিকা চক্রবর্তী, পুত্র বিজন চক্রবর্তী। শিবিরে রক্তদানের কবিতা আবৃত্তি করেন উপস্থিত কচিকাঁচারা। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সমাজসেবী মুনমুন চৌধুরী, সমাজকর্মী বিজন রায়, সমাজকর্মী সবিতা মান্না, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, সমাজকর্মী গোপাল হরি বসু , অভিজিৎ মাইতি সহ অন্যান্যরা। উপস্থিত খড়গপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের পদাধিকারী সুমন কুমার দাস, সমীর সিনহা, পরিতোষ দাস,স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ও পদাধিকারীগণ, ছিলেন অমিতেশ কুন্ডু অমল মজুমদার, ছিলেন
খড়গপুর রেলওয়ে পেনশনার্স সমিতির বহু সদস্যবৃন্দ।

ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে রক্তদান করেন পদাধিকারী সুমন দাস।পরিবারের পক্ষ থেকে তিনজন মরণোত্তর দেহ দান অঙ্গীকার পত্র এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হাতে তুলে দেন। সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের চারাগাছ তুলে দেওয়া হয়। রক্ত সংগ্রহ করেন খড়্গপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। উল্লেখ্য প্রতিবছর ৫ ই ডিসেম্বর এই শিবিরটি হয়। এবার ছিল এই শিবিরের চতুর্থ বর্ষ।

Latest