Skip to content

খড়্গপুরের মালঞ্চ মাতা পূজা সমিতি উদ্যোগে রক্তদান শিবির!

অপূর্ব মজুমদার : জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকল বিভেদ ভুলে একমাত্র বন্ধুত্বই পারে সুস্থ সমাজ গড়ে তুলতে। এই বার্তাকে সামনে রেখে, রবিবার বন্ধুত্ব দিবসের দিনে খড়্গপুরের মালঞ্চ মাতা পূজা সমিতি উদ্যোগে নবম বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন খড়্গপুর বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী, সাদাতপুর থানার আই সি পলাশ কুইল্যা, দিশা ফাউন্ডেশনের বিশ্বজিৎ ব্যানার্জী, মৈত্রেয়ী এর মহুয়া চ্যাটার্জি, ক্লাব সম্পাদক তথা কাউন্সিলর বি হরিশ কুমার, কাউন্সিলর সি এস বিষ্ণু প্রসাদ, শিক্ষক রূপেশ বসু, কেভিবিডিও সজল দত্ত, বিজন লাল দত্তসহ মাতা পূজা সমিতির অনেকে। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বাবুরাম মুর্মূর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল রক্ত সংগ্রহ করেন। মোট ৪৯ জন রক্ত দান করেন।

Latest