Skip to content

মেদিনীপুর শহরের পাথরঘাটা ইয়ংস কর্ণার এ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের পাথরঘাটা ইয়ংস কর্ণার এ্যাথলেটিক ক্লাব। ক্লাবের প্রয়াত সম্পাদক জনাব সেক সামেদ সাহের ও জনাব হাজী সেক লিয়াকত হোসেন সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতিতে আয়োজিত শিবিরে বেশ কিছু জন মহিলা সহ মোট ৬৪ জন রক্তদাতা রক্তদান করেন। শিবির শুরুর আগে কাশ্মীরে সন্ত্রসবাদী হামলায় নিহত ব্যাক্তিবর্গ এবং ক্লাবের প্রয়াত সম্পাদক, সদস্যগণ ও শুভানুধ্যায়ীদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয় এবং কাশ্মীরের ঘটনার নিন্দা করা হয়।শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক সুজয় হাজরা।

শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পৌর প্রধান সৌমেন খান, বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু, বিশিষ্ট সমাজসেবী সরফরাজ খান, আইনজীবী মৃণাল কান্তি চৌধুরী, কাউন্সিলের নম্রতা চৌধুরী,রক্তদান আন্দোলনের কর্মী চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,গ্লোকাল হাসপাতালের কর্ণাধার মহম্মদ ইফতিকার আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত সরকারী আধিকারিক রঞ্জিত কুমার বসু।ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আশরাফ আলী, সম্পাদক সাত্তার হোসেন ,কোষাধ্যক্ষ সুকরা মল্লিক ,যুগ্ম সম্পাদক মহম্মদ হোসেন সহ অন্যান্য সদস্যরা। ক্লাবের পক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন লছমাপুর স্কুলের প্রধান শিক্ষক সেক মোবারক আলি।উল্লেখ্য এটি ছিল ক্লাবের উদ্যোগে আয়োজিত চতুর্থ বর্ষে রক্তদান শিবির।রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

Latest