Skip to content

গণেশ চতুর্থীকে কেন্দ্র করে এ বছর ভিন্ন মাত্রা যোগ করল হাসির পরিবেশ ক্লাব!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : গণেশ চতুর্থীকে কেন্দ্র করে এ বছর ভিন্ন মাত্রা যোগ করল হাসির পরিবেশ ক্লাব। শুধু পুজোর সাজসজ্জা বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিতেই ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। মেদিনীপুর শহরের পুরনো জল ট্যাঙ্ক মিনি মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

রক্তদান শিবিরের উদ্বোধন, ও পূজো মণ্ডপের ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন ইংলিশ সাঁতার প্রতিযোগিতায় ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়া মেদিনীপুরের কন্যা আফরিন জাবি এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার মৌ রায়। এদিনের শিবিরে মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন, যার মধ্যে ২০ জন ছিলেন মহিলা রক্তদাতা। এই রক্তদান শিবিরে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মৌ রায়, সমাজসেবী চন্ডি হাজরা, হাসির পরিবেশ ক্লাবের সভাপতি সংগীত শেখর মণ্ডল, সম্পাদক আশীষ পাত্র সহ সবুজ সাঁতরা, শুভম কুন্ডু, ঋত্বিক মাইতি, দিপ্সিখা সুর, নৈরীতা জানা প্রমুখ।

Latest