Skip to content

বন্যপ্রাণ রক্ষায় সাইকেল যাত্রা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : চাঁদড়া থেকে সাইকেল যাত্রায় যোগ দেন মুখ্য বনপাল (পশ্চিমাঞ্চল) অশোকপ্রতাপ সিংহ, মেদিনীপুরের ডিএফও দীপক এম, খড়্গপুরের ডিএফও মণীশ যাদব প্রমুখ। বন দফতরের উদ্যোগ রবিবার সকালে ঝাড়গ্রামের বালিভাষা থেকে এই যাত্রা শুরু হয়েছিল। পরে মেদিনীপুর গ্রামীণের চাঁদড়া হয়ে শালবনির পিঁড়াকাটায় গিয়ে শেষ হয়েছে।বনদপ্তর থেকে জানা গিয়েছে, শনিবার সকালে খড়্গপুরের হিজলি থেকে এই যাত্রা শুরু হয়ে ঝাড়গ্রামের বালিভাসাতে শেষ হয়। রবিবার সকালে বালিভাষা থেকে এই সাইকেল যাত্রা কংসাবতী নদী পেরিয়ে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া দিয়ে পৌঁছায় শালবনীর পিড়াকাটায়। দু'দিনে প্রায় ৬০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন আধিকারিক ও বনকর্মীরা। "বন্যপ্রাণী ও পরিবেশ বাঁচায় প্রকৃতি, বাঁচায় দেশ", "পৃথিবী একটাই একে রক্ষা করার দায়িত্ব আমাদের", এমনই পোস্টার নিয়েই সাইকেল যাত্রা বনদপ্তরের।

Latest